গরমকালে মশার উৎপাত অন্যান্য সময়ের চাইতে একটু বেশিই থাকে। আর এই মশার যন্ত্রণা থেকে বাঁচতে একসময় মানুষ মশারি টাঙ্গাত, এখনও টাঙ্গায়। তবে বর্তমানে মশারির পরিবর্তে কয়েল, স্প্রে কিংবা আরও অন্যান্য প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন সবাই। মশা তাড়ানোর কাজটি কয়েল কিংবা স্প্রে করলেও এদের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মশার চাইতেও বেশি ক্ষতিসাধন করছে মানব শরীরে। এসব পার্শ্বপতিক্রিয়ার বিপরীতে আপনি ব্যবহার করতে পারেন হাতের কাছে থাকা লেবু ও লবঙ্গ। এতে করে শারীরিক কোন ত্রুটির সম্মুখীন হতে হবে না...

